আরো ৪ বছর হোয়াইট হাউসে কাটিয়ে ছাড়বেন ট্রাম্প
ট্রাম্প - ছবি সংগৃহীত
এত সহজে হার মানতে নারাজ তিনি। এ বার না হোক। পরের বার। তাতে কী! তবু হোয়াইট হাউসে আরো চার বছর তিনি কাটিয়েই ছাড়বেন। জানিয়ে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসে ক্রিসমাস উপলক্ষে একটি পার্টি ছিল। সেখানেই ট্রাম্প জানালেন, ‘দারুণ ছিল এই চার বছর। আমরা চেষ্টা করছি, আরো চার বছর কাটানোর। নাহলে চার বছর পর আবার দেখা হচ্ছে।’ ৩ নভেম্বর ছিল আমেরিকায় নির্বাচন। তার পর এক মাস কেটে গেছে। এখন সরাসরি নিজের হার স্বীকার করেননি ট্রাম্প। বারবার ভোটে জালিয়াতির অভিযোগ এনেছেন। সেই অভিযোগ খারিজ করেছেন খোদ তার অ্যাটর্নি জেনারেল বিল বার।
তবে ট্রাম্প দমবার পাত্র নন। ইতমধ্যেই ছকে নিয়েছেন পরবর্তী পরিকল্পনা। এনবিসি নিউজ জানিয়েছে, ঘনিষ্ঠ রাজনীতিকদের সঙ্গে এই নিয়েও আলোচনাও করেছেন ট্রাম্প। ২০ জানুয়ারি শপথ নিচ্ছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিনই নিজের ২০২৪–এর প্রচার শুরু করছেন ট্রাম্প। শোনা গেছে, সেখানে থাকছেন না রিপাবলিকানরা।
এসব দিক থেকে নানা রকম কুসংস্কারে বিশ্বাসী ট্রাম্প। ২০২০ সালের প্রচারের শুরুটা করেছিলেন ২০১৭ সালের ২০ জানুয়ারি। এবারো ২০ জানুয়ারি থেকেই পরবর্তী দৌড় শুরু করতে চান এই রিয়েল এস্টেট শিল্পপতি।
ট্রাম্প যদি জেতেন, তাহলে এই কৃতিত্বের দিক থেকে তিনি হবেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ১৮৮৪ সালে প্রেসিডেন্ট হন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৮ সালে হেরে গিয়ে ফের জেতেন ১৮৯২ সালে। তবে গ্রোভারের তখন বয়স ৫৬। ট্রাম্প তখন জিতলে কিন্তু বয়স হবে ৭৮।
সূত্র : আজকাল
পেনসিলভানিয়ায় বাইডেনের জয় আটকাতে এবার সুপ্রিম কোর্টে মামলা
ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি পেনসিলভানিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আটকে দিতে মার্কিন সুপ্রিম কোর্টকে রিপাবলিকানরা তাদের মামলা গ্রহণের জন্য আবেদন করেছেন।
বাইডেনকে ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প যে মামলা করেছিলেন, তা যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে খারিজ করার তিনদিন পর মঙ্গলবার এ আবেদন করলেন রিপাবলিকানরা।
উত্তর-পশ্চিম পেনসিলভানিয়ার রিপাবলিকান ইউএস রেপ. মাইক কেলি এবং অন্যান্য বাদী আদালতকে নির্বাচনের ফলাফল বাতিলের অনুরোধ জানান। তারা বলছেন যে, পেনসিলভানিয়ার বিস্তৃত মেইল-ইন ভোট আইনটি অসাংবিধানিক কারণ এর বিধানগুলো অনুমোদনের জন্য সাংবিধানিক সংশোধনী প্রয়োজন।
বাইডেন পেনসিলভানিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প এই অঙ্গরাজ্যে জয়লাভ করেছিলেন।
এর আগে পেনসিলভানিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আটকে দিতে ডোনাল্ড ট্রাম্পের করা মামলা শনিবার রাতে যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে খারিজ করে দেয় আপিল আদালত।
রাজ্য সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে জানিয়েছে যে, ট্রাম্পের প্রচারণা শিবির থেকে ভোট জালিয়াতির যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।
পেনসিলভানিয়ার লাখ লাখ মেইল-ইন ভোটকে বাতিল ঘোষণা করতে ট্রাম্পের প্রচারণা শিবির রাজ্যটির একটি নিম্ন আদালতে মামলা করেছিল। কিন্তু আদালত শুক্রবার ওই মামলা খারিজ করে দেয়। পরে এই মামলা আমলে নিতে থার্ড সার্কিট কোর্ট অব আপিলে আবেদন জানিয়ে সেখানেও ব্যর্থ হয় ট্রাম্প শিবির। এ রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরো বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে।
ইউএনবি