ভারতে করোনার প্রচণ্ড আঘাত

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 03, 2020 03:13 pm
করোনাভাইরাস

করোনাভাইরাস - ছবি সংগৃহীত

 

৩৮, ৩১, ৩৬, ৩৫ হাজার— গত ৪ দিন ধরে ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ কম-বেশি একই গণ্ডিতে রয়েছে। বুধবারের মতো বৃহস্পতিবারও দৈনিক মৃত্যু ৫০০ ছাড়িয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টাতে দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এক নজরে এটাই ভারতের করোনা-চিত্র।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত ৯৫ লক্ষ ৩৪ হাজার ৯৬৪ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান ভারতের। প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত ১ কোটি ছাড়িয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে ১ কোটি ৩৯ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অক্টোবরের শেষ থেকেই আমেরিকাতে বাড়ছিল দৈনিক সংক্রমণ। গত ১ মাস ধরে তা রোজই ১ লক্ষ ছাড়াচ্ছে। এই সময়কালে সেখানে দৈনিক সংক্রমণ ২ লক্ষ ৫ হাজার। তুলনায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে দৈনিক সংক্রমণ মাস খানেক ধরে অনেকটাই কম। লাতিন আমেরিকার ওই দেশে এখন পর্যন্ত ৬৪ লক্ষ ৩৬ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস এখন পর্যন্ত ভারতে ১ লক্ষ ৩৮ হাজার ৬৪৮ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫২৬ জন। ভারতের মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৭ হাজার ৩৫৭ জনের। ভারতের মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (৯,৩৪২), পশ্চিমবঙ্গ (৮,৫২৭), উত্তরপ্রদেশ (৭,৮১৭), অন্ধ্রপ্রদেশ (৭,০০৩)। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধির মধ্যেই স্বস্তিদায়ক দেশের সুস্থতার হার। ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়া শুরু থেকেই আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশের থেকে বেশি। এখন পর্যন্ত দেশে মোট ৮৯ লক্ষ ৭৩ হাজার ৩৭৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভারতের মোট আক্রান্তের সাড়ে ৯৩ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭২৬ জন। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় অক্টোবরের শুরু থেকেই কমছিল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৭০১ কমেছে। এখন ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৯৪৩ জন।

প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা ৩.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ১১ হাজার ৬৯৮ জনের।

ভারতের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেছে। গত কয়েক দিনে দিল্লিতে দৈনিক সংক্রমণে কিছুটা লাগাম পড়লেও কেরলে তা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজারের কম। সেখানে কেরলে তা ৬ হাজারের বেশি। মহারাষ্ট্রে বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ সাড়ে ৩ হাজার। অন্য দিকে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলোতে শীত পড়ার সঙ্গে সঙ্গে খুব ধীরে হলেও ধারাবাহিকভাবে বাড়ছে আক্রান্ত।

পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের মঙ্গলবারের থেকে বুধবার বেশি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন। যদিও তার মধ্যে ৪ লক্ষ ৫৭ হাজার ৩৭৭ জন রোগী সুস্থও হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু হলো ৮ হাজার ৫২৭ জনের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us