লজ্জার রেকর্ডের মুখে কোহলির ভারত!
কোহলির ভারত! - ছবি : সংগৃহীত
চোটের কারণে ডেভিড ওয়ার্নার ছিটকে গেলেও ভারতের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ নিয়ে আর কোনো মাথাব্যথা নেই অস্ট্রেলিয়ার। কারণ ২-০ জিতে ইতিমধ্যেই সিরিজ তাদের পকেটে। কিন্তু হারানোর কিছু না থাকলেও বুধবার সম্মানরক্ষার লড়াই বিরাট কোহলিদের সামনে। আর ২৩ রান করতে পারলে যেমন শচিন টেন্ডুলকারকে টপকে নজির গড়বেন ভারত অধিনায়ক, তেমনই ক্যানবেরার হারলে লজ্জার রেকর্ডের মুকুট উঠবে টিম ইন্ডিয়ার মাথায়। সেই সঙ্গে দোসর হবে চূড়ান্ত সমালোচনা। তাই অতীত ভুল শুধরেই মাঠে নামতে চাইছে ভারত।
সিডনিতে দুটি ম্যাচেই পরপর একই ঘটনা ঘটেছে। টস জিতে ব্যাট নিয়ে রানের পাহাড় গড়েছেন স্মিথ, ফিঞ্চরা, ম্যাক্সওয়েলরা। আর জবাবে লড়াই করেও শেষ রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। বুধবার ম্যাচে পরাস্ত হলে লজ্জার রেকর্ড গড়বে দল।
চলতি বছর নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। আর অজি বাহিনীর কাছে তৃতীয় ম্যাচ হারলে বছরের শেষেও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। এখানেই শেষ নয়, নেতা হিসেবে টানা পাঁচটি ওয়ানডে-তে ব্যর্থ কোহলি। ক্যানবেরার হারলে আন্তর্জাতিক ওয়ানডে-তে টানা হারের রেকর্ড গড়বেন তিনি। সুনীল গাভাসকরের সঙ্গে নাম লেখাবেন ক্যাপ্টেন কোহলি। এর আগে এমএস ধোনি, রবি শাস্ত্রী ও দিলীপ ভেঙ্কসরকার টানা পাঁচটি করে ওয়ানডে হেরেছেন।
তবে একইসঙ্গে ব্যাটসম্যান হিসেবে নজির গড়ার হাতছানি কোহলির সামনে। আর ২৩ রান করলেই ওয়ানডেতে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন তিনি। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন মাস্টার ব্লাস্টার। ৩০৯টি ম্যাচে ১২ হাজার রান করেন তিনি। ২৫০টি ম্যাচ খেলে বর্তমানে কোহলির সংগ্রহ ১১,৯৭৭। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে এখন দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। আর সেই জয়ের লক্ষ্যে দলে কিছু বদলও ঘটতে পারে।
গত ম্যাচে হারের দায় বোলারদের উপরই চাপিয়েছিলেন কোহলি। তাই অগ্নিপরীক্ষার সামনে শামি-বুমরাহরা। স্মিথ-ফিঞ্চদের শুরুতেই আউট করে অজি ব্যাটিং লাইন আপকে ধাক্কা দিতে মরিয়া ভারত। হরভজন সিং যেমন মনে করছেন, স্মিথের উইকেট তুলে নেয়ার জন্য কুলদীপ বা চাহালের মতো স্পিনারকে ব্যবহার করা উচিত। তবে গত দুই ম্যাচে নজর কাড়তে ব্যর্থ চাহাল। সেখানে ঢুকতে পারেন কুলদীপ। ফর্মে না থাকা নবদীপ সাইনিকে বসিয়ে টি নটরাজনকে সুযোগ দেয়া হতে পারে। সে ক্ষেত্রে প্রথম একাদশ হতে পারে এরকম :
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, টি নটরাজন, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ।
এই সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে নামবে ভারত। এরপর দুই দলের মধ্যে হবে টেস্ট সিরিজ। তবে বিরাট কোহলি সম্ভবত টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না।
সূত্র : সংবাদ প্রতিদিন