করোনা আতঙ্ক : নতুন পর্যায়ে ভয়াবহতা বেশি

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 01, 2020 05:00 pm
করোনাভাইরাস

করোনাভাইরাস - ছবি সংগৃহীত

 

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা, ইউরোপ, সর্বত্র ফের দাপট বেড়েছে করোনাভাইরাসের। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছিল যে করোনার নয়া পর্যায়ে ভয়াবহতা বেশি। সম্প্রতি তুরস্কের সংক্রমণ দেখাচ্ছে বিজ্ঞানীদের দুশ্চিন্তাই ঠিক। কোভিডের নয়া পর্যায়ে দৈনিক সংক্রমণ সেখানে ছুঁয়েছে ৩০ হাজার। আর এই পরিসংখ্যানই ভীতি তৈরি করছে বিশ্বে।

ইউরোপের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ছিল এই তুরস্ক। কিন্তু অতিমারী সৃষ্টিকারী ভাইরাসে এবার ক্ষতবিক্ষত এই দেশ। যদিও তুরস্কের মেডিকেল অ্যাসোসিয়েশনের জন্য এ নতুন কিছু নয়। তারা আগেই সতর্কতার কথা জানিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর নির্দেশিকাও মানতে বলা হয়েছিল। যতদিন যাচ্ছে পরিস্থিতি সেখানে আরো ভয়াবহ হচ্ছে। বর্তমানে সেখানে দৈনিক ৫০ হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তুরস্কের এই মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ফিনসানসি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন, “এটি মারাত্মক ঝড়। আইসিইউতে কর্মরত নার্সরা মার্চের পর তাদের স্বাভাবিক জীবনে আর ফিরে যেতে পারেননি। বহু মাস ধরে বাচ্চারা তাদের মাস্কবিহীন মুখ দেখেনি।”

বিশ্ব পরিস্থিতি
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৯ হাজার ১০৩ জনে।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪ লাখ ৭৬ হাজার ১৩৮ ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ২১৬ জন আক্রান্ত এবং ২ লাখ ৬৭ হাজার ৯৮৭ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৩১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১২০ জনের।

বাংলাদেশের পরিস্থিতি
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৩১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক দিনে নতুন করে ২ হাজার ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১১৮ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৯৬৯টি। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫০১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৭ লাখ ৮৮ হাজার ২২০টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৭৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭৬ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৫১৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী ১৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইউএনবি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us