এত খারাপ অধিনায়কত্বের কোনো নেই

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 01, 2020 07:24 am
এত খারাপ অধিনায়কত্বের কোনো নেই

এত খারাপ অধিনায়কত্বের কোনো নেই - ছবি : সংগৃহীত

 

পরপর দুই ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজ খোয়ানোর জন্য বিরাট কোহলির অপরিণত নেতৃত্বকে দায়ী করেছেন ভারতে সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, আশিস নেহরা। তাদের বক্তব্য, বিরাট কোহলির ভুলভাল বোলিং চেঞ্জের কারণেই পর পর দুই ম্যাচে রানের পাহাড় গড়তে পেরেছে অস্ট্রেলিয়া। আর ভারত গো-হারা হেরেছে।

সিরিজের প্রথম একদিনের ম্যাচে হারের পর ভারতীয় দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীর। আর দ্বিতীয় ম্যাচে ভরাডুবির পর কোহলির নেতৃত্ব দেয়ার দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বাঁ-হাতি প্রাক্তন ওপেনারটি। মূলত দলের প্রধান স্ট্রাইক বোলার যশপ্রীত বুমরাহকে যেভাবে ব্যবহার করেছেন ভারত অধিনায়ক, তা একেবারেই পছন্দ হয়নি গম্ভীরের। কোনওরকম রাখঢাক না রেখেই তিনি মন্তব্য করেছেন, ‘সত্যি কথা বলতে কী, ওর ক্যাপ্টেন্সির মাথামুণ্ডু কিছুই আমি বুঝতে পারছি না। আমরা সব সময় বলে এসেছি যে, অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপকে আটকাতে গেলে শুরুতে উইকেট নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ম্যাচে দেখলাম, কোহলি নিজের দলের সেরা বোলারকে মাত্র দুই ওভার বল করিয়ে সরিয়ে দিল! সাধারণভাবে একদিনের ম্যাচে একজন স্ট্রাইক বোলারকে তিন স্পেলে বল করানো হয় ৪-৩-৩। কিন্তু আপনি যদি আপনার দলের সেরা বোলারকে মাত্র দুই ওভার বল করিয়ে থামিয়ে দেন, তাহলে উইকেট আসবে কী ভাবে? এটা কী ধরনের নেতৃত্ব বুঝলাম না! এত খারাপ অধিনায়কত্বের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। বুঝতে হবে যে, এটা টি-টোয়েন্টি ক্রিকেট নয়, ওয়ান ডে। বোধহয় এই বিষয়টাই ভুলে গিয়েছিল কোহলি।’

গম্ভীরের সুরেই কোহলির অধিনায়কত্বকে কাঠগড়ায় তুলেছেন একসময় তারই অধীনে খেলে যাওয়া আশিস নেহরা। তিনি মনে করেন, বড় বেশি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করেছেন ‘ভিকে’। এক সাক্ষাৎকারে প্রাক্তন বাঁ-হাতি পেসারটি বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করছে কোহলি। প্রথম ম্যাচেও তা দেখেছি। রোববারও দেখলাম। আর সেটা শুধুমাত্র বোলিং পরিবর্তনের ক্ষেত্রেই নয়, নিজের ব্যাটিংয়ের সময়ও। কেরিয়ারে একাধিকবার সাড়ে তিনশো রানের টার্গেট তাড়া করেছে সে। এটা তার কাছে নতুন ব্যাপার নয়। কিন্তু এই দুটি ম্যাচে ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, যেন সাড়ে চার শ'র বেশি রান তাড়া করতে নেমেছে। নিজের মন ও আবেগের উপর ওকে নিয়ন্ত্রণ রাখতে হবে।’

তবে চাপের মুখে কোহলির পাশে দাঁড়িয়েছেন হরভজন সিং। সাবেক তারকা স্পিনারটির কথায়, ‘আমার মনে হয় না, নেতৃত্ব নিয়ে কোহলি কোনো রকম চাপে রয়েছে। একজন অধিনায়ক সব ম্যাচে জিতবে এমনটা নয়। আমার মনে হয়, ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তাই প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ওকে চাপে ফেলতে পারবে না।’

সূত্র : বর্তমান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us