মৃত্যুর পরও ম্যারাডোনাকে নিয়ে লিনেকারের টিপ্পনি, ডেইলি মেইলের অবাক করা শিরোনাম

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 26, 2020 07:07 am
মৃত্যুর পরও ম্যারাডোনাকে নিয়ে লিনেকারের টিপ্পনি, ডেইলি মেইলের অবাক করা শিরোনাম

মৃত্যুর পরও ম্যারাডোনাকে নিয়ে লিনেকারের টিপ্পনি, ডেইলি মেইলের অবাক করা শিরোনাম - ছবি : সংগৃহীত

 

১৯৮৬ বিশ্বকাপে বলতে গেলে একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় কয়েকজনকে কাটিয়ে একাই গোল করেছিলেন ম্যারাডোনা। একই ম্যাচে ছিল বিতর্কিত সেই হ্যান্ড অব গড। মানে হাত দিয়ে গোল।

ইংল্যান্ড সেই ম্যাচে হেরে বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে। কিন্তু ইংলিশদের বুকে এখনো সেই বেদনা রয়েই গেছে। সময় পেলেই ম্যারাডোনাকে খোঁচা দিতে ছাড়ে না ইংলিশ গণমাধ্যম। এবার ম্যারাডোনার মৃত্যুর পরও চলছে টিপ্পনি।

মৃত্যুর পর ম্যারাডোনাকে নিয়ে প্রশংসার পাশাপাশি হালকা খোঁচা দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। যিনি ১৯৮৬ বিশ্বকাপে খেলেছেন ম্যারাডোনার বিরুদ্ধে। টুইটের শেষ লাইনে সেই হ্যান্ড অব গডের আবহ এনে বলেছেন, আশা করি ঈশ্বরের হাতে তিনি শান্তি খুজে পাবেন।

লিনেকার টুইটে বলেন, ‘আর্জেন্টিনা থেকে জানানো হয়েছে ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আমার প্রজন্মে তিনি অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা ফুটবলার এবং তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা। আশীর্বাদপুষ্ট কিন্তু সমস্যাসংকুল জীবন কাটানোর পর আশা করি ঈশ্বরের হাতে তিনি শান্তি খুঁজে পাবেন।’

বিশ্ব গণমাধ্যম যেখানে ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত। সেখানে ইংল্যান্ডের ডেইলি মেইল তাদের শিরোনামে হালকা খোঁচা দিয়েছেন ম্যারাডোনাকে। সেটিও হ্যান্ড অব গড নিয়ে। অনলাইন ভার্সনে ম্যারাডোনার কয়েকটি কোলাজ ছবি করে এক লাইনের সাদাকালো শিরোনাম, ‘দিয়েগো ম্যারাডোনা ডেড।’ ছবির উপরে এক লাইনে লেখা, ‘৬০ বছর বয়সে মারা গেছেন ম্যারাডোনা; আর্জেন্টাইন গ্রেট- যার হ্যান্ড অব গোলে ১৯৮৬ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের।’

ম্যারাডোনার মৃত্যুতে তাদের আবেগঘন টুইট

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে আবেগঘন টুইটে ভারি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটারে তারকা সব ক্রীড়াবিদরা জানিয়েছেন প্রিয় ফুটবলারের অন্তিম যাত্রায় শোক।
সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্ট ম্যারাডোনার মৃত্যুতে টুইট করেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’
ইতালিয়ান ক্লাব নাপোলিকে প্রায় একাই লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন ম্যারাডোনা। নেপলসে ‘ম্যারাডোনা’—অনেকের কাছেই ধর্ম। নাপোলির টুইট, ‘সব সময় আমাদের হৃদয়ে থাকবে। বিদায়, ডিয়েগো।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও-র টুইট, ‘আমার বন্ধু চলে গেল। ম্যারাডোনা, কিংবদন্তি! বল পায়ে তিনি বিশ্বজয় করেছিলেন, আনন্দ ও অনন্য ব্যক্তিত্বও ছিল। আমি অনেকবারই বলেছি কথাটা, মাঠে যত খেলোয়াড় দেখেছি তাদের মধ্যে ম্যারাডোনাই সেরা।’

বোকা জুনিয়র্সের টুইট, ‘চিরকালীন ধন্যবাদ। চিরকালের ডিয়েগো।’ স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের টুইট, ‘ফুটবলের জন্য দুঃখের দিন। ম্যারাডোনা চলে গেছেন। শান্তিতে থাকুন খেলাটির প্রতিভা।’

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের টুইট, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। পুরো পৃথিবীকে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ।’

ম্যারাডোনার মৃত্যু নেই : মেসি

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে হৃদয়ে রক্ত ঝড়ছে লিওনেল মেসির। স্বদেশী ফুটবল কিংবদন্তীকে হারিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বার্সা সুপারস্টার ইনস্টাগ্রামে। যেখানে তিনি উল্লেখ করেছেন, ম্যারাডোনা চিরন্তন, ম্যারাডোনার মৃত্যু নেই।

ম্যারাডোনার খেলা দেখেই বেড়ে উঠা। এখনতো সেই মেসি হালের ক্রেজ। একটা সময় ম্যারাডোনার শিষ্যও ছিলেন তিনি। তার কোচিংয়ে মেসি খেলেছেন ২০১০ ফুটবল বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

ইনস্টাগ্রামে শোক জানিয়ে মেসি বলেন, ‘সকল আর্জেন্টাইনের জন্য, ফুটবলের জন্যই আজ অনেক কষ্টের দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন, কিন্তু ছেড়ে যানওনি। কারণ ডিয়েগো চিরন্তন।’

তারপরই মেসি তুলে এনেছেন দুজনের স্মৃতির কথা, ‘আমি তার সঙ্গে মধুর মুহূর্তগুলো নিজের কাছে রাখছি। এই সময়টাতে তার বন্ধু ও পরিবারকে সমবেদনাও জানাচ্ছি।’


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us