যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন বাইডেন

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 24, 2020 01:24 pm
যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন বাইডেন

যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন বাইডেন - ছবি সংগৃহীত

 

প্রেসিডেন্ট নির্বাচনের পর্ব শেষ হতেই আমেরিকায় শুরু হয়েছে পরবর্তী সরকারের সম্ভাব্য মুখদের নিয়ে জল্পনা। এই পরিস্থিতিতে সোমবার আরো কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারীর নাম প্রকাশ করা হয়েছে ‘প্রেসিডেন্ট ইলেক্ট’ টিমের পক্ষে।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বেছে নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ পদে রন ক্লাইনের নাম চূড়ান্ত করেছিলেন বাইডেন। এ বার তার টিমের গুরুত্বপূর্ণ আরো কয়েকজনের নাম সামনে এলো। আফ্রো-আমেরিকান, হিস্পানিক (দক্ষিণ আমেরিকা বংশোদ্ভূত), মহিলা প্রতিনিধিত্বের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হয়েছে ক্যাবিনেটে। বাইডেন শিবিরের ইঙ্গিত, মঙ্গলবারও পরবর্তী ক্যাবিনেটের কয়েকজন পদাধিকারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারেন তিনি।

বাইডেনের নয়া ক্যাবিনেটের তালিকার প্রথম নাম অ্যান্টনি ব্লিনকেন। সাবেক এই কূটনীতিক আমেরিকার পরবর্তী বিদেশ সচিব হতে চলেছেন। বারাক ওবামার জমানায় আমেরিকার বিদেশ দফতরের ডেপুটি সেক্রেটারি ছিলেন ব্লিনকেন। ভারত-আমেরিকা সহযোগিতা বৃদ্ধির নীতিতে বিশ্বাসী এই সাবেক কূটনীতিককে এ বারের ভোটের গোড়া থেকে বাইডেনের টিমে দেখা গেছে। ছাত্রাবস্থায় অনেক দিন প্যারিসে কাটিয়েছেন তিনি। কূটনীতির পাশাপাশি সংগীত এবং শিল্পকলার প্রতিও তার অনুরাগ সুবিদিত।

শুধু প্রথম মহিলা ভাইস প্রেসেডেন্ট নয়, বাইডেনের আমলেই প্রথম মহিলা গোয়েন্দা প্রধান পেতে চলেছে আমেরিকা। পরবর্তী ন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টর হতে চলেছেন এভ্রিল হেইনস। দু’দশক আগে ৯/১১ সন্ত্রাসের জেরে তৈরি হওয়া এই দফতরের মূল কাজ আমেরিকার বিভিন্ন গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থার মধ্যে সমন্বয় রক্ষা। ওবামার আমলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনি দিকগুলো দেখভালের দায়িত্বে ছিলেন সিআইএ-র সাবেক ডেপুটি ডিরেক্টর এভ্রিল।

ওবামার প্রথম দফায় আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (হোমল্যান্ড সিকিওরিটি) ডেপুটি সেক্রেটারি পদে ছিলেন আলেসান্দ্রো মায়োর্কাস। ওই সময় সরকারের অত্যন্ত দক্ষ কর্মকর্তা হিসেবে তার পরিচিতি গড়ে উঠেছিল। মেক্সিকান বংশোদ্ভূত এই প্রতিনিধি এ বার আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব হতে চলেছেন।

পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জাক সুলিভানকে বেছে নিয়েছেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টার পদে ছিলেন সুলিভান। নিরাপত্তা সংক্রান্ত অগ্রাধিকার এবং বিদেশনীতির ভারসাম্য রক্ষায় তাঁর সুনাম রয়েছে।

জাতিসঙ্ঘে আমেরিকার দূত হিসেবে লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে বেছে নিয়েছেন পরবর্তী প্রেসিডেন্ট। আফ্রো-আমেরিকান সমাজের এই প্রতিনিধি ২০১৩-’১৭ আমেরিকার পররাষ্ট্র দফতরের আফ্রিকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে ছিলেন।

সেই কেরি আবার লাইমলাইটে
আমেরিকার হয়ে তিনিই প্যারিস জলবায়ু চুক্তিতে সই করেছিলেন। তখন তিনি আমেরিকার সেক্রেটারি অফ স্টেট (‌পররাষ্ট্রমন্ত্রী)‌। সেই চুক্তি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প।

এবার সেই জন কেরিই ফের স্থান পেলেন বাইডেনের ক্যাবিনেটে। তাকে জলবায়ু দূত ঘোষণা করলেন সদ্য নির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। এর থেকে স্পষ্ট, যে জলবায়ু এবং পরিবেশকে কতটা গুরুত্ব দিচ্ছে নতুন প্রশাসন। নিয়োগের পরেই কেরি টুইটারে লিখলেন, ‘এই প্রজন্মের সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য ‌আমেরিকাকে ফের পথে ফেরাতেই আমি আবার সরকারে এসেছি।’‌ তার মতে, জলবায়ু পরিবর্তনের সমস্যাও সমান গুরুত্বপূর্ণ।

কেরির নিয়োগকে স্বাগত জানিয়েছে আমেরিকাসহ বিশ্বেব জলবায়ু এবং পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বাইডেনের দীর্ঘদিনের সহকর্মী সিনেটের এবং ঘনিষ্ঠ কেরি যে গুরুত্বপূর্ণ কোনও পদ পেতে চলেছেন, সেই নিয়ে আগেই গুঞ্জন ছিল। ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হওয়ার সময়ও বাইডেনকে সমর্থন এবং সহায়তা করেছিলেন কেরি। ট্রাম্পের প্যারিস চুক্তি বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কেরি। পাশে পেয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রিপাবলিকান নেতা আর্নল্ড সোয়ারজেনেগারের মতো বিশিষ্টদের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা ও আজকাল


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us