ডোকলামে তৎপর চীন, নতুন রাস্তা দিয়ে সহজেই ঢুকে যাবে ভারতে?

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 22, 2020 09:06 pm
ডোকলামে তৎপর চীন, নতুন রাস্তা দিয়ে সহজেই ঢুকে যাবে ভারতে?

ডোকলামে তৎপর চীন, নতুন রাস্তা দিয়ে সহজেই ঢুকে যাবে ভারতে? - ছবি : সংগৃহীত

 

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ফের মাথাচাড়া দিল ডোকলাম ক্ষত। ভারতীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে যে ডোকলাম মালভূমির কাছে ভূটানের জমি জবরদখল করে চীন যে একটা গ্রাম তৈরি করেছে তা জানা গিয়েছিল আগেই। এ বার স্যাটেলাইটে ধরা পড়ল ওই গ্রামে চীনের তৈরি করা রাস্তার ছবিও। বিশেষজ্ঞদের মত, ওই রাস্তার অভিমুখ ভারতীয় সীমান্তের দিকেই। ফলে ৩ বছর আগে ‘ঘুমিয়ে পড়া’ ডোকলাম ইস্যু এখন ভাবিয়ে তুলেছে নয়াদিল্লিকে।

ভুটান সীমান্তের প্রায় ৯ কিলোমিটার ভিতরে ঢুকে ওই রাস্তা তৈরির ফলে বিশেষ কী সুবিধা পাবে চীন? বিশেষজ্ঞদের মতে, এর ফলে জোমপেলরি শৈলশিরায় সহজেই পৌঁছতে পারবে চীনের সেনাবাহিনী। ২০১৭ সালে ওই শৈলশিরা দখল করতেই ভারত বাধা দিয়েছিল চিনা বাহিনীকে। উপগ্রহের পাঠানো ছবি দেখে বিশেষজ্ঞদের ধারণা, ডোকা লা-য় ভারতীয় সেনা-পোস্টের কাছাকাছি থাকা ওই রাস্তা এখন শৈলশিরা পর্যন্ত বাড়িয়ে নিয়েছে চীন।

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বছর তিনেক আগে সুদূর দক্ষিণে অবস্থিত জোমপেলরি শৈলশিরার দখল নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ভৌগোলিক দিক থেকে দারুণ ভাবে গুরুত্বপূর্ণ ওই শৈলশিরা। কারণ ওই এলাকার দখল রাখতে পারলে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন’স নেক’-এর উপরে সহজেই নজরদারি চালানো যাবে। কিন্তু সে বার ভারতের বাধায় চীন রাস্তা নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছিল। তবে এ বার ভিন্ন পথে রাস্তা তৈরি করেছে বেইজিং। তিন বছর আগে ডোকলাম মালভূমির যে অঞ্চলে দুই দেশ সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল সেখান থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে, তোর্সা নদীর তীর বরাবর তৈরি হয়েছে এই নয়া রাস্তা।

উল্লেখ্য, শিলিগুড়ি করিডোর দখল করতে পারলে পূর্ব ভারতকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে চীন। আর এটাই ভারতের মারত্মক আশঙ্কার জায়গা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল সিজিটিএন-এর সিনিয়র প্রযোজক শেন শিওয়েই গত বৃহস্পতিবার ভুটান সীমান্তের মধ্যে গ্রামটির বেশ কিছু ছবি টুইট করেন। সেই সঙ্গে শেন লেখেন, ‘নতুন পাংদা গ্রামে এখন আমাদের স্থায়ী বাসিন্দারা রয়েছেন। ইয়াদং কাউন্টির ৩৫ কিলোমিটার দক্ষিণে, উপত্যকা বরাবর এই গ্রাম। মানচিত্রে তার অবস্থানটা ভালো বোঝা যাবে’। পোস্টে মানচিত্র দিয়ে গ্রামের অবস্থান চিহ্নিতও করে দিয়েছিলেন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে দেন তিনি। এর পরেই প্রকাশ্যে এল ওই এলাকার স্যাটেলাইট ছবি।

আনন্দবাজার জানায়, ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেতসপ নামগিয়েল অবশ্য চীনের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছিলেন। গত শুক্রবার তিনি বলেন, ‘‘ভুটানের মধ্যে চিনের কোনও গ্রাম নেই।’’ তবে বিশেষজ্ঞদের ধারণা, লাদাখ এবং ডোকলাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতীয় সীমান্তে নানা জায়গায় ‘ক্ষত’ তৈরি করে আসলে নয়াদিল্লিকে চাপে রাখতে চাইছে বেইজিং।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us