লাদাখে কি চীনের কাছে জমি হারাচ্ছে ভারত?
লাদাখে কি চীনের কাছে জমি হারাচ্ছে ভারত? - ছবি সংগৃহীত
লাদাখে চীনের কাছে কি ভারত জমি খোয়াতে যাচ্ছে? দুই দেশের মধ্যকার কোর কমান্ডার পর্যায়ের শেষ বৈঠকের প্রেক্ষাপটে এমন শঙ্কাই ফুটে ওঠেছে ভারতের কারো কারো মধ্যে।
এক খবরে বলা হয়, মারাত্মক শীতে গোটা বিষয়টির উপর আলোচনার চাদর চাপা দেয়া। বসন্ত এলে, দ্বিপক্ষীয় সমঝোতায় আপস করে চীনকে পিছু হটানো। কূটনৈতিক সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন পূর্ব-লাদাখের সঙ্কটমোচনে আপাতত এই সূত্রের কথাই ভাবছে নয়াদিল্লি।
কিন্তু প্রশ্ন উঠছে এই সূত্রটি নিয়েই। গত শুক্রবার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে মুখোমুখি অবস্থান থেকে সেনার পশ্চাদপসরণ এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চল থেকে সেনা ও সামরিক সাজসরঞ্জাম কমানো নিয়ে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে বলেই দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাপ্রধান বিবৃতি দিয়ে বলেন, চিনের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঐকমত্যের পথে দু’দেশ। কিন্তু রাজনৈতিক শিবিরে প্রশ্ন, পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আসবে। কিন্তু তার জন্য ভারতকে কি নিজের ভূখণ্ড ছেড়ে দিতে হবে? এপ্রিলের আগের নিয়ন্ত্রণরেখায় যে স্থিতাবস্থা ছিল তা কি ফিরে পাবে ভারত?
চীনা সেনাবাহিনীর প্রাথমিক দাবি ছিল, প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীর থেকে পিছোবে ভারতীয় সেনা। চীনা সেনাবাহিনী আগের অবস্থানেই অনড় থাকবে। কিন্তু ৭ দফা আলোচনার পর, চীনকে এটুকুতে রাজি করানো গেছে যে, ভারতের সঙ্গে পিছোবে তাদের সেনাবাহিনীও। এপ্রিলের আগের অবস্থান অর্থাৎ প্যাগং ফিঙ্গার ৪ থেকে পিছিয়ে ৮-এর কিছুটা পূর্বে সরে যাবে। কিন্তু, চীনের এই সূত্র মেনে নিলে ফিঙ্গার ৪ থেকে ৮ পর্যন্ত এলাকায় কোনো পক্ষেরই টহলদারির অধিকার থাকবে না। আরো স্পষ্ট করে বললে, প্যাংগং হ্রদের উত্তরে ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৮ পর্যন্ত এলাকায় ভারতীয় সেনা এপ্রিলের আগে টহল দিত। এর পর আর পারবে না। কূটনৈতিক শিবিরের মতে, চীনের সাম্প্রতিক আগ্রাসনের পর তারা পিছিয়ে যাওয়ার প্রশ্নে ঐকমত্য তৈরি করছে ঠিকই, কিন্তু তার মধ্যে প্যাঁচ রয়েছে। সে ক্ষেত্রে ভারতীয় ভূখণ্ডের একটা অংশ ছাড়তেই হচ্ছে।
প্রশ্ন উঠছে, ভারত টহলদারির অধিকার ছাড়া মাত্রই ফিংগার ৪ থেকে ৮ পর্যন্ত এলাকা হয়ে যাবে ‘নো ম্যানস ল্যান্ড’। ভবিষ্যতে ভারতের টহলদারি না-থাকার সুযোগ নিয়ে চীন যে ফের সেনা অনুপ্রবেশ ঘটাবে না, তার কোনো নিশ্চয়তা নেই। বরং চীনের এই আগ্রাসন এবং ভারতীয় সেনার হত্যাকাণ্ডের পর নয়াদিল্লির পক্ষে ওই অঞ্চলে (ফিংগার ৪ থেকে ৮) টহলদারি এবং পোস্ট আরো বাড়ানোর কথাই বলছেন রণকৌশল বিশেষজ্ঞেরা। কারণ, গত কয়েক মাসে বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং আস্থা তলানিতে চলে গিয়েছে।
পাশাপাশি, চীনের উপর থেকে আর্থিক নির্ভরতা কমানোর জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে ভারত, সেগুলোতে যেন ঢিলে না-দেয়া হয়, এটাই পরামর্শ বিশেষজ্ঞদের। ভারতের ডিজিটাল বাজারে চীনকে যতটা কম ঢুকতে দেয়া যায়, কৌশলগতভাবে সেটা ততটাই সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভারতের তথ্য নিয়ে চীন অপব্যবহার করবে কি না, সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যাচ্ছে না। চীনের উপর প্রকৃত চাপ বাড়াতে ভারতের বাজার তাদের জন্য বন্ধ করে বিকল্পের কথা ভাবাটাই প্রয়োজনীয় বলেই মনে করছে কূটনীতিকদের একটি অংশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা