বিবাহবিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সেনাকর্মীর হাতে হাত ধরে প্রকাশ্যে মেলানিয়া
বিবাহবিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সেনাকর্মীর হাতে হাত ধরে প্রকাশ্যে মেলানিয়া - ছবি : সংগৃহীত
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে সবখানে। এর মধ্যেই গত ১১ তারিখ আমেরিকার প্রবীণদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল, সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন। তাদের থেকে বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসমক্ষে দেখা গিয়েছিল ট্রাম্প দম্পতিকে। দিন কয়েক আগেই কোভিড থেকে সেরা ওঠা ট্রাম্প বা মেলানিয়া, দুজনের কারো মুখেই অবশ্য মাস্ক ছিল না। তবে ইভাঙ্কা ট্রাম্প নিজের মুখ ঢেকেই রেখেছিলেন। মাইক পেন্সের স্ত্রীও তার থেকে দূরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তা রীতি মেনেই তিনি করেছিলেন বলে অনুমান সবার।
কারণ মেলানিয়া স্বামীর থেকে শুধু দূরে দাঁড়িয়েই ছিলেন না, জনসমক্ষে হাত ধরেছিলেন এক সেনাকর্মীর। ওই সেনাকর্মীর পরিচয় এখনো জানা যায়নি। মেলানিয়ার মুখে মাস্ক না থাকলেও সেনাকর্মী মাস্ক পরেই ছিলেন।
যতক্ষণ অনুষ্ঠান চলেছিল, মেলানিয়া ওই সেনাকর্মীর হাত ধরেই দাঁড়িয়েছিলেন। যা স্বভাবতই প্রশ্ন তুলে দিয়েছে ট্রাম্প–মেলানিয়ার বিবাহবিচ্ছেদ কি তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা।
ট্রাম্পকে ডিভোর্স দিলে বিশাল অঙ্কের টাকা আসতে পারে মেলানিয়ার হাতে
ডোনাল্ড ট্রাম্পের হাত ছাড়লে বেশ বড় অঙ্কের টাকা আসতে পারে মেলানিয়ার কাছে। এর আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, মেলানিয়া ডোনাল্ডকে ডিভোর্স দিতে চলেছেন।
ইংল্যান্ডের ‘ডেইলি মেইল’ সূত্রে জানা গিয়েছিল, মেলানিয়া ট্রাম্প অপেক্ষা করছেন, ডোনাল্ড ট্রাম্প কখন হোয়াইট হাউজ ছেড়ে বেরবেন। সেই মুহূর্তেই তাকে ডিভোর্স নোটিশ ধরাবেন।
ট্রাম্পের প্রশাসনিক সহযোগী স্টেফিনি ওয়াকফ জানিয়েছেন, ট্রাম্প দম্পতি নাকি হোয়াইট হাউজে দু’টি আলাদা ঘরে ঘুমান। কারণ তাদের বিবাহ সাধারণ বিবাহের মতো নয়। বলা যায়, ‘লেনদেনের সম্পর্ক’। তারপর জানা গেল, মেলানিয়া বিবাহ–পরবর্তী চুক্তির কথা তুলেও ফেলেছেন। তিনি চান ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক সম্পত্তি যেন তাদের ছেলে ব্যারনকে দেয়া হয়।
আরেক প্রশাসনিক সহযোগী ওমারোসা জানিয়েছেন, ১৫ বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের। মেলানিয়া নাকি প্রত্যেক মুহূর্ত গুনছেন। কবে ট্রাম্প হোয়াইট ছাড়বেন, আর তিনি ট্রাম্পের হাত ছাড়বেন। ডিভোর্সের আইনজীবী জানিয়েছেন, মেলানিয়া আশা করছেন ৫০ মিলিয়ন ডলার পাবেন তিনি। ট্রাম্পের সাবেক দুই স্ত্রী যা পেয়েছিলেন, তার যোগফলের থেকেও অনেক বেশি পরিমাণ টাকা তিনি পেতে পারেন।
১৯৮৮ সালে ম্যানহ্যাটানের একটি পার্টিতে মডেল মেলানিয়া নসের সঙ্গে আলাপ হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। ওই দিনই তার নম্বর চেয়েছিলেন ট্রাম্প। পরের বছর থেকেই তারা সম্পর্কে জড়ান। ২০০৫ সালে বিয়ে করেন। ২০০৬ সালে পুত্রসন্তান ব্যারনের জন্ম। অন্য দিকে ট্রাম্পের আগের পক্ষের আরো চার সন্তান রয়েছে। আপাতত দশজন নাতি নাতনি নিয়ে তার পরিবার।
সূত্র : আজকাল