ট্রাম্প প্রশাসনের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে!

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 11, 2020 05:02 pm
ট্রাম্প

ট্রাম্প - ট্রাম্প প্রশাসনের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে!

 

সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর উল্টোপাল্টা বকেই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু ট্রাম্প নন, ক্ষমতাসীন রিপাবলিকান দলের অনেক নেতাও যে নির্বাচনে ভরাডুবি যে মেনে নিতে পারেননি, তা এবার বোঝা গেল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইওয়ের কথাতেও। তিনি বলেছেন, ক্ষমতার হস্তান্তরে কোনো অসুবিধা হবে না। তা যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। তবে সেই হস্তান্তর হবে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের হাতে!‌

মঙ্গলবার পম্পেইও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পরবর্তী প্রশাসনের হাতে ক্ষমতার হস্তান্তরে কোনো অসুবিধাই হবে না। তা যেভাবে হওয়ার কথা সেইভাবেই হবে। আগামী ২০ জানুয়ারি দুপুরের পরেও প্রেসিডেন্টই তার দায়িত্বে থেকে যাবেন। তাই ক্ষমতা হস্তান্তরিত হবে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের হাতে।’‌

আমেরিকায় সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভাবী প্রেসিডেন্ট বাইডেন ও ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। টেলিফোনেও সৌজন্য বিনিময় করেছেন।

কিন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনে পরাজয় স্বীকার করে নেননি। তার অভিযোগ, কারচুপি করে তাকে হারানো হয়েছে। ‘ভোটে জালিয়াতি হয়েছে’ বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফলে বাইডেন ও হ্যারিসকে অভিনন্দনও জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টি নিয়ে আমেরিকার সংবাদমাধ্যমগুলিতে তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আচরণের নিন্দাও করেছেন অনেকেই।

এবার বিদেশ সচিব পম্পেও বুঝিয়ে দিলেন, তিনিও বাইডেন, হ্যারিসের জয় মেনে নিচ্ছেন না।


মার্কিন অস্থায়ী প্রতিরক্ষামন্ত্রীর চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। পেন্টাগন সূত্রে এমনটাই জানানো হয়েছে।

নির্বাচনে হারের পরই গত সোমবার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। তার দায়িত্বভার সামলাতে অস্থায়ী প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয় ন্যাশনাল কাউন্টার টেররিজমের ডিরেক্টর মিলারকে।

মঙ্গলবার থেকে পেন্টাগনে নতুন দায়িত্ব নেন মিলার। এরপরই তার চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয় কাশকে। এই পদে আগে ছিলেন জেন স্টুয়ার্ট। তিনি চিফ অফ স্টাফ পদ থেকে ইস্তফা দেন।

কাশ প্যাটেলের পুরো নাম কাশ্যপপ্রমোদ প্যাটেল। তবে আমেরিকার প্রশাসনিক মহলে তিনি কাশ প্যাটেল নামেই বেশি পরিচিত। হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা হিসেবে কাজ করতেন কাশ। ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিজম ডিরেক্টরেট অব দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)–এর সিনিয়র ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি।

কাশের বাবা উগান্ডার এবং মা তানজানিয়ার। নিউইয়র্কে কাশের জন্ম হলেও তাঁদের শিকড় রয়েছে গুজরাটে। ১৯৭০ সালে কানাডা থেকে আমেরিকায় চলে আসে কাশের পরিবার। তারপর তাঁরা নিউইয়র্কে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। সেখানেই জন্ম হয়েছে কাশের।

কাশের স্কুল এবং কলেজ জীবন কেটেছে নিউইয়র্কেই। তারপর সেখান থেকে ফ্লোরিডায় চলে যান কাশ। সেখানে প্রথম চার বছর স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন তিনি। পরে আরো চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। এরপর ফ্লোরিডা থেকে কাশ চলে আসেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিস–এ টেররিজম প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন।

সূত্র : আজকাল


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us