ট্রাম্প নয়, ইহুদি ভোট পেয়েছেন বাইডেন!

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 09, 2020 07:27 am
ট্রাম্প নয়, ইহুদি ভোট পেয়েছেন বাইডেন!

ট্রাম্প নয়, ইহুদি ভোট পেয়েছেন বাইডেন! - ছবি : সংগৃহীত

 

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতি ছিল ‘ইসরাইল-বান্ধব’। তা সত্ত্বেও ইহুদিদের ভালোই ভোট টেনেছেন জো বাইডেন। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প গত ৪ বছরে ইসরাইল ও ইহুদিদের এতকিছু করেছেন যা আর কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। ট্রাম্প একবার বলেছিলেন, আমি ইহুদিদের জন্য যা করেছি তাতে আমি যদি ইসরাইলের ভোটে দাঁড়াই তাহলে নেতানিয়াহুকে হারিয়ে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব। এর পরও বাইডেনকে ভালোই ভোট দিয়েছেন আমেরিকায় বসবাসরত মার্কিন-ইহুদিরা।

একটা সমীক্ষক সংস্থা বলেছে ইহুদিদের অন্তত ৭০ শতাংশই বাইডেনকে ভোট দিয়েছেন। এ খবর শুনে মর্মাহত হয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু দুজনেই। কারণ নেতানিয়াহুর হাত ধরে ট্রাম্প তার ক্ষমতার বাইরে গিয়েও ইসরাইলকে পাইয়ে দিয়েছেন জেরুসালেম থেকে গোলান মালভূমি পর্যন্ত। তাছাড়াও আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলকে মিলিয়ে দিয়ে বিতর্কিত চুক্তিও করিয়ে দিয়েছেন ট্রাম্প। তবুও ইহুদিদের মন জয় করতে পারেননি ডন।

উল্লেখ্য, মার্কিন-ইহুদিরা বরাবরই ডেমোক্র্যাট পার্টির অনুগত। তবে এবার তার ব্যতিক্রম হয়েছে। যার অন্যতম কারণ হলো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের স্বামী ইহুদি। অবশ্য ট্রাম্পের জামাতাও ইহুদি।

এদিকে ইহুদিরা বাইডেনকে ঢালাও ভোট দেয়ায় এক ইসরাইলি মন্ত্রী টুইটে তোপ দেগে লিখেছেন যে মার্কিন-ইহুদিদের কোনো কৃতজ্ঞতা নেই। তাদের উচিত ছিল ট্রাম্পকে একচেটিয়া ভোট দেয়া। তা না করে বিডেনকে ভোট দেয়ার অর্থ হলো বিশ্বাসঘাতকতা করা।

দুদিন আগে আরেক ইসরাইলি মন্ত্রী বলেছেন, বাইডেন জিতলে তিনি ইরান-চুক্তিতে ফিরবেন। তাহলে ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে এবং স্বভাবতই ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়বে।
সূত্র : পুবের কলম

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা অবসানের আশা
আলজাজিরা

ট্রাম্প আমলে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

গত মাসেই তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউজে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। এখন বাইডেন নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০১৭ সালে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে মুসলিম নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, এখন বাইডেন প্রশাসন চাইলে খুবই সহজেই নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টো দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে।

গত মাসেই বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন বাইডেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সাথে কাজ করব। আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে।

হোয়াইট হাউজে প্রথম দিনই আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাব।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us