বিহারে মোদির জোট হেরে যাচ্ছে?

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 07, 2020 10:24 pm
মোদি ও নীতীশ

মোদি ও নীতীশ - ছবি : সংগৃহীত

 

ভারতের বিহার রাজ্যের নির্বাহনে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট বেকায়দায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নীতীশ বাহিনীকে টেক্কা দিয়ে ক্ষমতায় ফিরছে মহাজোট। এগজিট পোলের ফলাফলে এমন আভাসই মিলছে। বেশির ভাগ এগজিট পোলের ফলেই দেখা যাচ্ছে, এনডিএ শিবিরকে টেক্কা দিয়েছে কংগ্রেসের সমর্থনপুষ্ট মহাজোট। তবে, বিহার রাজ্যের নির্বাচনের ফল ত্রিশঙ্কু হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। ফলে সরকার গঠন নিয়ে সৃষ্টি হতে পারে নতুন জটিলতার।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিন কয়েক আগেই ঘোষণা করেছেন, এ বারই শেষ, তিনি আর নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করবেন না। বিহারে তৃতীয় দফায় ভোট শেষ হওয়ার আগেই নীতীশের এমন ঘোষণারা কারণ কী তেজস্বী যাদবের তেজ? এখন কিন্তু তাই ভাবছে সবাই।

টাইমস নাও-সি ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিহারে এনডিএ পেতে পারে ১১৬টি আসন, মহাজোট পেতে পারে ১২০টি আসন, এলজেপি ১টি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৬টি আসন।

অন্য দিকে, ইন্ডিয়া টিভি’র এগজিট পোল দেখে বোঝা যাচ্ছে, বিহারে এনডিএ বনাম মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এনডিএ পেতে পারে ১১২টি আসন। মহাজোট পেতে পারে ১১০টি আসন।

রিপাবলিক টিভি-জন কি বাত এগজিট পোল অনুযায়ী, এনডিএ-র ঝুলিতে থাকবে ৯১-১১৭টি আসন। মহাজোটের হাতে থাকতে পারে ১১৮-১৩৮টি আসন, এলজেপি জিততে পারে ৫-৮টি আসন। অন্য়রা জিততে পারে ৩-৬টি আসনে।

টিভি নাইন ভারতবর্ষের এগজিট পোল অনুযায়ী, এনডিএ পেতে পারে ১১০-১২০টি আসন, মহাজোট পেতে পারে ১১৫-১২৫টি আসন, অন্যরা পেতে পারে ১৩-১৮টি আসন।

নীতীশ কুমারকে টেক্কা দিতে চলেছেন তেজস্বী যাদব। ইন্ডিয়া টিভি এগজিট পোল অনুযায়ী, ৪৪ শতাংশ ভোটারই তেজস্বীকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে চান। নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে চান ৩৫ শতাংশ ভোটার। চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী হিসেবে চান ৭ শতাংশ ভোটার।

এবার বিহারের নির্বাচনে এনডিএ বনাম মহাজোটের যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তার আন্দাজ মিলেছে এগজিট পোলের ফলাফলে। একে অপরের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে দুই শিবির। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেতার জন্য প্রয়োজন ১২২টি আসন।

আগামী ১০ নভেম্বর বিহারে ভোটগণনা। এগজিট পোলের ফলাফল আদতে মেলে কিনা সেটাই দেখার।

আজই শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন বিহারে ভোট পড়েছে ৫৫.২২ শতাংশ

এগজিট পোল কেন গুরুত্বপূর্ণ? নির্বাচনের ফল কী হতে চলেছে, তার একটা আগাম আভাস মেলে এই বুথ ফেরত সমীক্ষায়। তবে সবসময় যে এগজিট পোলের ফলের সঙ্গে নির্বাচনের ফল মেলে তার কোনও গ্যারান্টি নেই।

উল্লেখ্য, ভারতে এগজিট পোল অনেক ক্ষেত্রেই নির্ভরযোগ্য নয় বলে অতীতে প্রমাণিত হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নির্বাচনের ফল সম্পর্কে ভুল ভবিষ্যদ্বাণীর উদাহরণও রয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও এই সময়


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us