ট্রাম্পের আচরণে আতঙ্কিত ঘনিষ্ঠমহলও
ট্রাম্প -
সময় বদলে দেয় সবকিছুই! হোয়াইট হাউজের রাস্তা পরিষ্কার হতেই জো বাইডেনের নরম সুর বদলে গেল হুঁশিয়ারিতে। নির্বাচনে পরাজয় না মানলে ওই প্রাসাদ থেকে টেনে বের করে আনা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, বললেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। আমেরিকায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ভোটচুরির ‘ভিত্তিহীন’ অভিযোগ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভ্যানিয়া, মিশিগান, জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যের বিরুদ্ধে মামলা করে বসেছেন আদালতে। যদিও পর্যাপ্ত তথ্য–প্রমাণ পেশ করতে না পারায় অভিযোগে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত। তারই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই নির্বাচনে যেভাবে জালিয়াতি হচ্ছে, তাকে যেভাবে ঠকানো হচ্ছে, তাতে তিনি সহজে পরাজয় মেনে নেবেন না। ক্ষমতার হস্তান্তর যে শান্তিপূর্ণভাবে হবে না, তারই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের ‘দিশাহীন’ আচরণে রীতিমতো হতভম্ব, ক্ষুব্ধ ও আতঙ্কিত হোয়াইট হাউজ ঘনিষ্ঠরা। তাঁদের কেউ কেউ সংবাদমাধ্যমে বলে ফেলছেন, ‘কী কান্ড যে ঘটতে চলেছে, তা ভেবেই শিউরে উঠছি।’ যদিও গত জুলাই মাসেই মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ–কে দেয়া সাক্ষাৎকারে একই কথা বলেছিলেন। সেবার বাইডেন যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, সেটাই উল্লেখ করে ডেমোক্র্যাট পদপ্রার্থীর প্রচার দলের মুখপাত্র অ্যান্ড্রু বেট্স বলেন, জুলাই ‘মাসেই আমরা বলেছিলাম, আমেরিকার মানুষ শেষ কথা বলবে। আর অনধিকার প্রবেশকারীদের হোয়াইট হাউস থেকে বের করে আনতে যথেষ্ট সক্ষম মার্কিন প্রশাসন।’
বাইডেনকে জয়ী ঘোষণা করল মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করল মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম আছে।
‘ডিসিশন ডেস্ক’–এর সদর দপ্তর থেকে শুক্রবার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে জানানো হয়েছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০টি ইলেক্টোরাল ভোট বা আসন পেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই রাজ্যের ইলেক্টোরাল ভোট–সহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী। জর্জিয়ার মত পেনসিলভানিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এই ঘোষণা করল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স।
তাদের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে ২৫৩টি ইলেক্টোরাল ভোট নিশ্চিতভাবে পেয়েছেন বাইডেন। এর সঙ্গে যুক্ত হয়েছে পেনসিলভানিয়ার ২০টি আসন। সংস্থার মতে, ২৭০–এর ম্যাজিক ফিগার অনায়াসে পেরিয়ে যাবেন তিনি।
এদিকে, পেনসিলভানিয়ার পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলিনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাডায় ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলিনায় পিছিয়ে আছেন বাইডেন। তবে পেনসিলভানিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না। এই পূর্বাভাসকে কটাক্ষ করেছে ট্রাম্প শিবির। বলা হয়েছে, ‘মাত্র চারটি প্রদেশে ফলাফলের উপর ভিত্তি করে বাইডেনকে জয়ী ঘোষণা করা যায় না। চূড়ান্ত ফল এখনও বাকি।’
এদিকে, রিপাবলিকানরা একাধিক প্রদেশের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন শহরে তাণ্ডব চালাতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা। রিপাবলিকানদের সঙ্গে টক্কর দিতে রাস্তায় নেমেছেন ডেমোক্র্যাট সমর্থকেরাও।
সূত্র : আজকাল